Saturday, April 27, 2024
ক্রিকেটখেলা

আনন্দের সাগরে ভাসছে দেশ, প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

আনন্দের সাগরে ভাসছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সাকিব তামিমরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখালো জুনিয়র টাইগাররা। তাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত এশিয়া কাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্দান্ত নিতে নেয় স্বাগতিক আরব আমিরাত। টসে হেরে ব্যাটিং নেমে শুরুতেই হোচেট খায় বাংলাদেশ হারায় ওপেনার জিসান আলমকে। জিসান আলম আউট হলেও ঠিকি শতক তুলে নেই আরেক ওপেনার আশিকুর রহমান সিবলি।

আশিকুর আর রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। রিজওয়ান করেন ৬০ রান। এরপর অন্যবদ্য একটা ইনিংস উপহার দেন আরিফুল ইসলাম তুলে নেন ফিফটি। এরপর অধিনায়কের ২১ রানের ঝড়ো ক্যামিওতে ২৮২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আরব আমিরাত। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। ২৪.৫ ওভারে ৮৭ রান তোলে আরব আমিরাত। ফলে ১৯৫ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। আর এতেই ইতিহাসে প্রথমবারের মত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ২৮২/৮ (৫০ ওভার) (আশিকুর ১২৯, রিজওয়ান ৬০, আরিফুল ৫০, মাহফুজুর ২১; আয়মান ৪/৫২)

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল- ৮৭/১০ (২৪.৫ ওভার) (পারাশার ২৫*, আকশাত ১১; বর্ষন ৩/২৬, মারুফ ৩/২৯, পারভেজ ২/৭, ইকবাল ২/১৫