Saturday, April 27, 2024
ক্রিকেটখেলা

ফোন রেকর্ড ফাঁস নিয়ে মুখ খুললেন তামিম

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের একটি ফোন রেকর্ড গতকাল সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যা গোটা দেশে আলোচনা জন্ম দিয়েছে। আসলে এই কল রেকর্ডের পেছনে কি আছে এই সব কথা বলতে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম-মিরাজের একটি ফোন রেকর্ড ফাঁস হয়। যেখানে শোনা যাচ্ছে মুশফিককে নিয়ে বিভিন্ন কথা বলছেন দুজন। যেখানে শোনা যাচ্ছে মান অভিমানে রাগের কথা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনায় ফেটে পড়ে ভক্ত সমর্থকরা।

আরও পড়ুন:
তামিমের চাঞ্চল্যকর ফোন রেকর্ড ফাঁস
জাতীয় দলে ফিরছেন না সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা

তাইতো এই রেকর্ড ফাঁস হওয়ার আসল কারণ জানাতে ফেসবুক লাইভে তামিম কথা বলবেন বলে জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম। বুধবার (২০ মার্চ) সকালে ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি । – তামিম ইকবাল।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *