Friday, April 26, 2024
Allnewsbd24

ব্রেকিং নিউজ: মাঠ ভাড়া নেবে বিসিবি

বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে রয়েছে ব্যাপক খেলা। ২০২৪ সালে ৬ সাসে রয়েছে ব্যস্ত সূচি। পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট ও অনুর্ধ্ব ১৯ মিলে এক ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ। তার সাথে আবার যোগ হয়েছে বিপিএল। তাই বিসিবি পড়েছে বিপদে।

এতো এতো ম্যাচ খেলার জন্য প্রয়োজন অনেক মাঠ। যা বর্তমানে বিসিবির কাছে নেই। যার ফলে বাধ্য হয়ে এক রকম মাঠ ভাড়া নেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমন কথা জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম। তিনি জানা ইতিমধ্যে ব্যক্তি মালিকানার বেশকিছু ভেন্যু চিহ্নিত করা হয়েছে ।

মাহবুবুল আনাম বলেন, ‘আগামী জুন পর্যন্ত আমাদের যত খেলা আছে, সব কটিকে যতটুকু সম্ভব ভালো উইকেটে আয়োজনের জন্য আমরা একটা সূচি করেছি। আমরা বেশ কিছু ভেন্যু চিহ্নিত করেছি, যেগুলো ব্যক্তিগত মালিকানার। বিসিবির তরফ থেকে সে ভেন্যুগুলো ভাড়া নিতে হবে। আমাদের যে পরিমাণ খেলা আছে, বিসিবির কাছে সে পরিমাণ মাঠ নেই।’

আরও পড়ুন:
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
আইসিসি থেকে দু:সংবাদ পেল সাকিব
টেস্ট ক্রিকেটের ১২২ বছরের ইতিহাস ভাঙ্গলো ভারত ও দক্ষিণ আফ্রিকা

আবার কিছু দিন আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে বাজে উইকেটের কারণে আইসিসি থেকে ডিমেরিট পয়েন্ট পেয়েছে মিরপুর মাঠ। বিষয়টাকে হতাশার বছলেন মাহবুব আনাম।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এই ডিমেরিট পয়েন্ট খুবই হতাশাজনক। আবহাওয়া আমাদের ভালো উইকেট করতে দেয়নি। খেলা শুরু হওয়ার ১০ দিন আগেও বৃষ্টি ছিল, ২ দিন আগে থেকেও বৃষ্টি ছিল। খেলা চলাকালেও আমরা কোনো সূর্যের আলো পাইনি। যে কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। আমাদের এই পরিস্থিতি বিবেচনা করা হয়নি।’

অলনিউজবিডি২৪ এর সকল খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

তবে তিনি আশা করছেন আইসিসি এই ডিমেরিট পয়েন্ট তুলে নেবে, ‘আগেও এমন হয়েছে যে ডিমেরিট পয়েন্ট দেওয়ার পর যখন প্রমাণিত হয়েছে যে অন্যান্য পরিস্থিতির কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে, তখন ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *