Saturday, April 27, 2024
সারাদেশ

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে,মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে

প্রত্যেকটা দেশে রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের দাম কমে যায়। কিন্তু আমার স্বাধীন বাংলাদেশে দাম দ্বিগুন করে ফেলে। সাধারণ জনগনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু তাদের কথা কেউ শুনার চেষ্টা ও করছে না।

একজন মধ্যবিত্ত পরিবারে তার স্বল্প বেতনের চাকরির টাকা দিয়ে তারা ঘরভাড়া দিবে,নাকি তারা পেটে আহার দিবে,নাকি তারা সন্তানকে লেখাপড়া পড়াবে। শুনেছি আজকের শিশু নাকি আগামী দিনের ভবিষ্যৎ।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

কিন্তু তারা তো স্বপ্ন দেখতেই পারছে না।কারন তাদের স্বপ্ন পূরন করার মতো সাধ্য তাদের পরিবার হারিয়ে ফেলছে। অকালে ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা।

অলনিউজবিডি২৪ এর সাক্ষাৎকারে এমন কিছু জানতে পারে, টাকার জন্য পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে। কে নিবে এর দায়ভার? আমরা কাকে গিয়ে বলবো? আমাদের কথা কে শুনবে? এ সমাজ তো মধ্যবিত্তদের কথা শুনে না। তাদের হাহাকার, তাদের কষ্টগুলো শুনার মতো কি এ সমাজে মানুষ নেই?

নিত্যপণ্যের দাম কমানোর কথা ভাবুন। দেশের সাধারণ জনগনের মুখে হাসি ফিরিয়ে আনুন।তাদের চিন্তা দূর করুন।

অলনিউজবিডি২৪ থেকে সুমনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *