Friday, April 26, 2024
ক্রিকেটখেলা

লিটনকে নিয়ে অবিশ্বাস্য ভাবনার কথা জানালেন বিসিবি বস পাপন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং পারফরমেন্স ছিল যা ইচ্ছে তাই। বিসিবি বস পাপন তো আজ বলেই দিলেন একেবারে জঘন্য। ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ থেকে বাদ পড়ে আবারও টেস্ট দলে ফিরেন লিটন দাস। তবে টেস্টেও ভুল ভাল শট খেলে আউট হয়েছেন এই ক্রিকেটার।

আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি বস ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন। তখন তার সাথে নানা বিষয় নিয়ে কথা। সেখানেই লিটনের ব্যাটিংয়ের বিষয়টা উঠে আসে। সাথে উঠে আসে নাজমুল হোসেন শান্তর অধিনায়ক হওয়ার বিষয়টা। তাকে বলা হয় লিটনকে অধিনায়ক থেকে বাদ দেয়াতে তার এমন পারফরমেন্স।

বিসিবি বস পাপন সোজা উত্তর দেন। তিনি বলেন,‘কোচ-ক্যাপ্টেন কে হবে, এটা বোর্ডের ডিসিশন। এটা কারো ব্যক্তিগতভাবে পছন্দ হলো কিংবা হলো না তাতে কিছু যায় আসে না।’

তিনি আরও বলেন, ‘ওর (লিটন) পারফরম্যান্স ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি, সামথিং ইজ রং মনে হয়েছে। সেজন্য ওডিআই থেকে বাদও পড়েছে ও। চিন্তা করে দেখেন, ওর মতো ওপেনার, এতো বছর ধরে আমরা যাকে খেলিয়েছি, ডিপেন্ড করেছি এবং হি ইজ পারফরমড। এমন না যে ও খেলা পারে না। বিউটিফুল প্লেয়ার। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে জন্যই আমরা তাকে ওয়ানডে থেকে ড্রপ করেছি। আমার দৃঢ় বিশ্বাস এর সঙ্গে ক্যাপ্টেন্সির কোন সম্পর্ক নেই।’

আরও পড়ুন:
তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
হাথু স্টপ পলিটিক্স, তামিম ইমরুলকে টেস্টে চায়
আইপিএলের পার্পেল ক্যাপ দখলে নিলেন মুস্তাফিজ

শেষ ওয়ানডে থেকে বাদ পড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ফিরেন লিটন। কেননা টেস্টে তার ফর্ম বেশ ভালো। তবে যেভাবে ব্যাট করেছে তা কারো কাছে কাম্য না। আর তাকে দলের বাইরে রাখা উত্তম বলে মনে করছিলেন বিসিবি বস পাপন।

বিসিবি বস বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো, আমাকে যদি জিজ্ঞেস করেন। কিন্তু আপনারা তখন বলতেন, টেস্টে তার এমন রেকর্ড, এই সেই, ওকে কেন বাদ দিল- হুলস্থূল একটা ব্যাপার খামাখাই করত মানুষ। কিন্তু ওকে এই সময়ে একটা ব্রেক দিলে আমার ধারণা ও ভালোভাবেই কামব্যাক করে আসতে পারবে।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এরপর তাকে প্রশ্ন করা হয় তাহলে কি চট্টগ্রাম টেস্টে ব্রেক বাদ দেয়া হবে লিটন দাসকে। এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন ‘ব্রেকটা তার দরকার, এ ব্যাপারে আমরা তো সিদ্ধান্ত নিয়েছিই। এই কারণেই তো তাকে একটা ব্রেকে পাঠানো হয়েছিলই। সমস্যা হচ্ছে ওর যা টেস্টের স্টাস্ট, ও টেস্টে ছয় নম্বরে বা পাঁচ নম্বরে যে রান করে গেছে বা যেভাবে খেলেছে, সেটাকে একদম ফেলে দেওয়ার মতো না।’

Share
Share
Share
Share
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *