Saturday, April 27, 2024
ক্রিকেটখেলা

ব্রেকিং নিউজ: চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন সাকিব

২০২৩ সালে ভারতে অনুষ্টিত বিশ্বকাপ থেকেই চোখের সসস্যায় ভুগছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মুলত বাংলাদেশ অধিনায়কের সমস্যা রেটিনায়। এই সমস্যা মাঝে মাঝে বাড়ে আবার কমে। সমস্যাটা আবার বেড়ে গেছে সাকিবের। আজ রবিবার দেখা গেছে অনুশীলনে চশমা পড়ে এসেছিলেন তিনি।

বর্তমানে দেশেই চোখের প্রথমিক চিকিৎসা করিয়েছেন তিনি বলে জানা গেছে। তবে চোখের উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘প্রাথমিকভাবে রুটিন চেক আপ করানো হয়েছে। সমস্যাটা এখনো আছে। কখনো কমে আবার কখনো বাড়ে।’

বিশ্বকাপ শেষে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন। বিশ্বকাপের সময় এই সমস্যা হয়েছিল তার। পুরো বিশ্বকাপে ভুগেছেন তিনি। যার ফলে শট খেলতে সমস্যা হচ্ছিল। সাকিব বলেন‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’

আরও পড়ুন:
আবারও মুখোমুখি মেসি-রোনালদো
বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো মেসির ক্লাব ইন্টার মায়ামি
ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হতে চান সাকিব

সাকিব সেই সময় নিজের সমস্যা নিয়ে যেভাবে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।’

allnewsbd24 Google News ChanneIআলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

চিকিৎসাশাস্ত্রের বক্তব্য অনুযায়ী জানা যায় যে, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *