Thursday, October 03, 2024
খেলাফুটবল

ফিফার বর্ষ সেরা একাদশ ঘোষণা

রাতে হয়ে গেছে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। জমকালো আয়োজন ছিল। এবারের আসরে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে হারিয়ে ফিফা বর্ষ সেরা ফুটবলারের পুরুস্কার নিজের করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। ফিফা বর্ষ সেরা ফুটবলার ঘোষণা করার পাশাপাশি ঘোষণা করা হয়েছে ফিফা বর্ষ সেরা বিশ্ব একাদশ।

ফিফা ফিফপ্রো’র এই বিশ্ব একাদশে রেকর্ড গড়ে ১৭ বারের মত জায়াগা করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ২০০৭ সাল থেকে টানা ফিফা বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।

আরও পড়ুন:
২৪ বছরের পুরাতন রেকর্ড ভেঙে চুরমার, এক ইনিংসেই ৪০৪ রান
প্রবল প্রতিদ্বন্দ্বীরাও ভোট দিয়েছেন মেসিকে

এবারের বর্ষ একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটির ৬ ফুটবলার। তারা হলেন কাইল ওয়াকার, জন স্টোন্স, রুবেন দিয়াজ, বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হালান্ড। এবারের ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ২২ হাজার পেশাদার পুরুষ ফুটবলার নিজেদের ভোট প্রদান করেছেন।

allnewsbd24 Google News ChanneIআলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এক নজরে দেখেনিন ২০২৩ ফিফা ফিপ্রো মেন্স বিশ্ব একাদশে আছেন যারা—

গোলরক্ষক : থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)

ডিফেন্ডার : রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি, পর্তুগাল); জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড) ও কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)

মিডফিল্ডার : জ্যুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড); কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম) ও বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি, পর্তুগাল)

ফরোয়ার্ড : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে); কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স); লিওনেল মেসি (পিএসজি/ইন্টার মায়ামি, আর্জেন্টিনা) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *