Saturday, October 12, 2024
আপডেটফুটবল

২০২৩ সালে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন রোনালদো

রোনালদো বর্তমান ফুটবল বিশ্বে একজন জনপ্রিয় ফুটবলার। সেরাদের সেরা। বর্তমানে রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন। নিজের সেরা সময় পার করছেন তিনি। গতকাল বুধবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের মাঠে খেলতে নামে আল নাসর।

৫-২ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসর। তবে ম্যাচে প্রথমে এগিয়ে যায় আল ইত্তিহাদ। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিড নেয় আল ইত্তিহাদ। তবে সেই খুশি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক দল আল ইত্তিহাদ।

আরও পড়ুন: সব ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি

৫ মিনিট পরেই গোল শোধ করে দেয় আল নাসর। পেনাল্টি পায় আল নাসর। পেনল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সময়ের অন্যতম সেরা ফুটবলার পর্তুগিজ যুবরাজ রোনালদো ম্যাচের ৬৮ মিনিটে আরও একটি গোল করেন। সেইটিও আসে পেনাল্টি থেকে। আর এই গোলের মধ্য দিয়ে চলতি বছরে নিজের ৫২তম এবং ৫৩তম গোলের দেখা পেয়ে যান রোনালদো।

সবমিলিয়ে এ বছর ৫৮ ম্যাচে ৫৩ গোল করেছেন ৩৮ বছর বয়সী রোনালদো। এই রেকর্ড নেই আর কোনো ফুটবলারের। এ বছর তার চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। হ্যারি কেইন (৫৭ ম্যাচে) ও কিলিয়ান এমবাপের (৫৩ ম্যাচে) গোল ৫২টি করে। অন্যদিকে আরলিং হালান্ড করেছেন ৫০ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *