Saturday, November 09, 2024
ক্রিকেটখেলা

মুস্তাফিজের আইপিএলে ফেরার সময় জানালো বিসিবি

চলতি বছরের ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। শেষ হবে ২৯ জুন। আসন্ন আসরে প্রথমবারের মতো ২০টি দল অংশগ্রহণ করবে। আর এবারের আসর অনুষ্টিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। আর এই বিশ্বকাপ কেন্দ্র করে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল চূড়ান্ত

আর এই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়ে দেশে ফিরেন মুস্তাফিজ রহমান। এই কারণে গতকাল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটা মিস করেছেন। হিসাব অনুযায়ী ৪ তারিখ ভিসার কাজ শেষ করে আইপিএলে ফেরার কথা ছিল। কিন্তু সেইটা আর হলো না। ভিসার কাজ শেষ না হওয়াতে এখনও বাংলাদেশেই আছেন তিনি।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

তাইতো ভক্ত সমর্থকদের মাঝে এখন একটাই প্রশ্ন কবে আইপিএলে ফিরবেন ফিজ। তবে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। বিসিবির একটি নির্ভারযোগ্য সূত্র জানিয়েছে রোববার সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন কাটার মাস্টার ফিজ। আর চেন্নাই সুপার কিংসের ম্যাচ আছে সোমবার রাত আটটায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Share
Share
Share
Share
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *