Friday, October 04, 2024
ক্রিকেটখেলা

বাংলাদেশকে চোখ রাঙানি দেখিয়ে যা বললেন দিমুথ করুনারত্নে

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচ। টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা পায় দারুন শুরু। বাংলাদেশের বোলারদের দাপট দেখায় শ্রীলঙ্কার ব্যাটাররা। প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছে সফরকারীরা। আর এতেই প্রথম দিন শেষে জয়ে চোখ রাখছে শ্রীলঙ্কা। এই নিয়ে কথা বলেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। তিনি তাদের বোলারদের জাদু দেখার অপেক্ষায়। সেই সাথে চট্রগ্রামের উইকেট নিয়ে কথা বলেছেন তিনি।

আরও পড়ুন:
ফিরে আসছেন মুস্তাফিজ
পার্পল ক্যাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন মুস্তাফিজ
লিটনকে নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন নিক পোথাস

প্রথম দিন শেষে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ওপেনার করুনারত্নে বলেন, ‘আগের ম্যাচে উইকেট ফ্ল্যাট ছিল। এবার মনে হচ্ছে কিছুটা টার্ন আছে। বোলাররাও এই উইকেটে এডভান্টেজ পাবে। ম্যাচ যত গড়াবে তত টার্ন করবে। ৩য়, ৪র্থ, ৫ম দিনে… আমার মনে হয় এমন উইকেটে ফলাফল বের হবে।’

প্রথম দিনের নিজেদের খেলা নিয়ে কথা বলেন তিনি। করুনারত্নে বলেন,’অবশ্যই, আমরা খুশি। তিনশোরও বেশি রান প্রথম দিনেই, আবারো বড় একটা রান জড়ো করতে পারব। আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে আছি।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

তিনি আরও বলেন, ম্যাচের যে পরিস্থিতি তাতে ব্যাটারদের কাজ শেষ। এখন বাকি কাজ করতে হবে বোলারদের। আমাদের ভালো কয়েকজন ফাস্ট বোলার আছে। যারা ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে, বাউন্স করতে পারে। এ কারণেই একাদশে ৩ পেসার রাখা হয়েছে। তারা বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলতে পারে। ধনঞ্জয়া ভালো স্পিন করতে পারে। এই বোলিং লাইনআপ নিয়ে আমি আশাবাদী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *