Thursday, October 03, 2024
ক্রিকেটখেলা

প্রথম ম্যাচে মাশরাফি খেলবেন কিনা জানালেন মিঠুন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএল দশম আসর। চলতি আসরের আগে জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাশরাফি বিন মর্তুজা। আবারও হয়েছেন সংসদ সদস্য, সেখানেই আছে ব্যস্ততা। তারপরও এবার সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব থাকছেন মাশরাফিই।

আগামীকাল বিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না মাশরাফি। তার পরিবর্তে ফটোসেশনে অংশ নেন সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন:
মাশরাফিকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না প্রভাবশালী মহল
বিপিএল: মাশরাফিকে নিয়ে নতুন ঘোষণা দিল সিলেট স্ট্রাইকার্স
এমপি সাকিব ও মাশরাফিকে অভিনন্দন জানানোর বিষয়ে যা বললেন তামিম

ম্যাচের আগে আনুষ্টানিক সংবাদ সম্মেলনে ছিলেন না অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে মিডিয়ার সাথে কথা বলেছেন মিঠুন। তাকে প্রশ্ন করা হয় প্রথম ম্যাচে কি খেলবেন মাশরাফি? তিনি বলেন, ‘হ্যাঁ, খেলবেন। না খেলার কোনো কারণ নেই।’

allnewsbd24 Google News ChanneIআলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

মিঠুনকে আবার প্রশ্ন করা হয় নির্বাচনের ব্যস্ততায় মাশরাফি দলের সঙ্গে যোগ দিয়েছেন দেরিতে। অধিনায়ক হিসেবে সবার সঙ্গে বোঝাপড়া থাকাটা খুব জরুরি। সমস্যা হবে না? এমন প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘মাশরাফি ভাই এমন খেলোয়াড়, তার সঙ্গে যে কারো মিশতে কোনো সমস্যা হবে না। উনি এক মুহূর্তে এডজাস্ট করে নিতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *