Saturday, November 09, 2024
ক্রিকেটখেলা

মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ঝড়ো হাওযায় দুর্দান্ত ঢাকাকে উড়িয়ে দিলো

ফোরচুন বরিশাল টোসে জিতে প্রথমে বাট করার সিদ্ধান্ত নাই। সৌম্য সরকারের বাটে বলে ঝড় উঠায় দিশে হারা হয়ে যায় দূদান্ত ঢাকা।

এর পর পরেই মাহমুদুল্লাহ রিয়াদ আসে খেলাটাকে আরও ঝড় হাওযায় নিয়ে যায়।

মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে অনেক চাপে পরে ছিল বরিশাল,দলের এই বিপদ সময়ে রিয়াদ ভাই ও সৌম্য দাদা দারুণ ব্যাটিং করে বরিশাল কে বড় পুঁজি সংগ্রহ করে দেয়।
মাহমুদুল্লাহ রিয়াদ ৪৭ বলে ৭৩ রানের করে মোট রানের খাতা বড় করে দায়।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

তার ফিনিশার কাজে লাগিয়ে দলকে বড় রান রেট উপহার দায়।
আবার সৌম্য সরকার এর বাটে বলে ভালো টাইমিং হওযায় ৪৮ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন।
এতে করে সৌম্য-রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে ঢাকাকে ১৯০ রানের টার্গেট দায় বরিশাল।
এবারের বিপিএলে সর্বোচ্চ রানের জুটি গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ -সৌম্য সরকার ৮০ বলে ১২৭ রান ।

দূদান্ত ঢাকা কে ৪০ রানে হারিয়ে চলতি বিপিএলে চতুর্থ জয় তুলে নিলেন ফরচুন বরিশাল।অপর দিকে প্রথম দল হিসাবে চলতি বিপিএল থেকে ছিটকে গেল দূদান্ত ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *