Friday, October 04, 2024
ক্রিকেটখেলা

লিটনকে নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন নিক পোথাস

বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস বর্তমানে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। যার ফলে ব্যাপক সমালোচনা মধ্যে পড়েছেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বাজে সময় পার করছেন তিনি। সর্বশেষ ৬ ইনিংসে ৪টা ডাক মেরেছেন তিনি। তার এই রকম ব্যাটিং প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। তবে বাংলাদেশের কোচ নিক পোথাস মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়াবে।

লিটনকে নিয়ে সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’

আরও পড়ুন:
হাথুরুকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সহকারী কোচ নিক পোথাস
বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সাকিব যা বললেন লঙ্কান অধিনায়ক
এক নজরে দেখেনিন পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যারা

লিটনের সমালোচনা না করে তার সাথে থাকার কথা বলেন তিনি। পোথাস বলেন, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই, আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

দলের তুরুন ব্যাটারদের ব্যাক করে কোচ বলেন, ‘মনে হয় আমরা আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে আমাদের দলটা এখন খুবই তরুণ ও অনভিজ্ঞ। এর আগে অনেক এলিটদের সমন্বয়ে একটা দল ছিল। এখন আমাদের আবার তৈরি করতে হচ্ছে। আমি এই একটা ব্যাপারেই সবাইকে অনুরোধ করব– ধৈর্য ধরুন।’

Share
Share
Share
Share
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *