Saturday, November 02, 2024
ক্রিকেটখেলা

অবশেষে তামিম-মিরাজের সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন পাপন

বেশ কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় তামিম ও মিরাজের কল রোকর্ড। যা নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। পরে জানা যায় এটি ছিল একটি বিজ্ঞাপনের অংশ। তবে এই ধরণের প্রচরণা নিয়ে চারে দিকে হয় ব্যাপক আলোচনা সমালোচনা।

আজ মিরপুর বিসিবি বস পাপনকে সেই সেই বিজ্ঞাপন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিজ্ঞাপনটা দেখিনি, তবে শুনেছি। একজন আমাকে বলেছে যে এ রকম একটা বিজ্ঞাপন হয়েছে। তিনি আরও বলেন, ওরা (তামিম-মিরাজ) যদি বিসিবির কোন নিয়ম ভেঙে থাকে তাহলে বোর্ড তার সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন:
তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
হাথু স্টপ পলিটিক্স, তামিম ইমরুলকে টেস্টে চায়
আইপিএলের পার্পেল ক্যাপ দখলে নিলেন মুস্তাফিজ

বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আরো বলেন, ‘এমন কোনো বিজ্ঞাপন কিংবা নাটক করা উচিত না যেটা কোনো ক্রিকেটারকে হাস্যকরে পরিণত করে।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এদিন শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে বিসিবি বস পাপন আরও বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।’

Share
Share
Share
Share
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *