প্রকাশিত: ০৪:১৮ ৩ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের তিন বিদেশি তারকা ব্যাট হাতে যত রান করলেন
রংপুর রাইডার্সের স্বপ্ন ছিল প্লে-অফের আগে শক্তিশালী দল গঠন করা। সেই লক্ষ্যেই উড়িয়ে আনা হয়েছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাত্র একদিন আগেও তারা খেলছিলেন আইএল টি-টোয়েন্টিতে, পরদিনই ঢাকায় নেমে মাঠে নামতে হলো। ক্লান্ত শরীর, অপরিচিত কন্ডিশন আর অপ্রস্তুত মানসিকতা—সব মিলিয়ে তারা হয়ে উঠলেন নিষ্প্রভ। রংপুরও পেল তার চরম মূল্য—মাত্র ৮৫ রানে অলআউট হয়ে লজ্জার এক অধ্যায় রচনা করল।
ভ্রমণ ক্লান্তি, স্ট্র্যাটেজির ভুল নাকি ব্যাটিং বিপর্যয়?
আধুনিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের নিয়মিত ভ্রমণ ও ব্যস্ত সূচি নতুন কিছু নয়। তবে এক লিগ থেকে সরাসরি অন্য লিগে উড়ে এসে মাঠে নামার বাস্তবতা যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেলেন রংপুরের তিন বিদেশি তারকা।
জেমস ভিন্সের জন্য দিনটি রীতিমতো বিভীষিকার মতো কেটেছে। তার ভুল কলে সৌম্য সরকার রানআউট হওয়ার পর নিজেও নাসুম আহমেদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরলেন মাত্র ৭ বলে ১ রান করে। তার এই ব্যর্থতাই যেন রংপুরের ইনিংসে ধস নামার সূচনা।
টিম ডেভিডের ব্যাটিংও ছিল তার স্বাভাবিক ছন্দের বাইরে। নাসুম আহমেদের বলে অদ্ভুত এক শট খেলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৯ বলে ৭ রান করলেও সেটি রংপুরের বিপর্যয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না।
সবশেষ ভরসা ছিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান দানবের ব্যাটে ঝড় ওঠার অপেক্ষায় ছিলেন রংপুর ভক্তরা। কিন্তু তিনিও ব্যর্থ। সাধারণ এক অফস্পিন বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরলেন মাত্র ৪ রান করে।
রংপুরের ব্যাটিং মেলডাউন—শিরোপার স্বপ্ন কি ফিকে?
তারকাবহুল স্কোয়াড গঠন করলেও রংপুর রাইডার্সের পারফরম্যান্স হতাশাজনক। বিদেশি তারকারা দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন, আর খুলনা টাইগার্সের বোলিংয়ের সামনে ধসে পড়েছে পুরো ব্যাটিং লাইনআপ। মাত্র ৮৫ রানে অলআউট হওয়া দলের জন্য দুঃসংবাদই বটে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটিং ইউনিটকে ঢেলে সাজাতে হবে, নয়তো শিরোপার স্বপ্ন অধরাই থেকে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪