;
ব্রেকিং নিউজ: ইংল্যান্ডের দল থেকে প্রস্তাব পেলেন শরিফুল

ব্রেকিং নিউজ: ইংল্যান্ডের দল থেকে প্রস্তাব পেলেন শরিফুল

চলতি বিপিএল আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলাম। শুরুতে কিছুটা ধীরগতিতে থাকলেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এসেছে দারুণ এক সুযোগ। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ খেলার প্রস্তাব পেয়েছেন এই বাংলাদেশি পেসার।

এসেক্সের প্রস্তাব পেয়েছেন শরিফুল

জানা গেছে, ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্স শরিফুলকে দলে ভেড়াতে আগ্রহী। আসন্ন টি-টোয়েন্টি ব্লাস্টে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত দলের হয়ে খেলতে তাকে চায় তারা। এবারের ব্লাস্ট শুরু হবে ২৯ মে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

তবে শরিফুলের ইংল্যান্ডের এই লিগে খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) পাওয়ার ওপর। এর আগে আইপিএল থেকেও একাধিকবার ডাক পেলেও বিসিবির অনুমতি পাননি তিনি। বোর্ডের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির কারণে তাকে এনওসি দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, "শরিফুল আমাদের এখনো কিছু জানায়নি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা বিষয়টি বিবেচনা করব।"

বিসিবির অনুমতি মিলবে কি?

শরিফুলের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার বিষয়টি এখন নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর। কারণ একই সময় বাংলাদেশ ব্যস্ত থাকবে আন্তর্জাতিক সূচিতে। পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এরপর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। পাশাপাশি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ।

এই কারণে বিসিবি যদি মনে করে শরিফুল জাতীয় দলে প্রয়োজন, তবে তাকে এনওসি দেওয়া নাও হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না থাকলেও আক্ষেপ নেই

ইনজুরি ও ফর্মহীনতার কারণে শরিফুল ইসলাম বাদ পড়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে। তবে এতে কোনো আক্ষেপ নেই তার। বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও শ্রীলঙ্কার এলপিএলে খেলেছেন শরিফুল। এবার তিনি ইংল্যান্ডের মাটিতে নিজেকে মেলে ধরতে পারবেন কি না, তা নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪