;
বিপিএলে নতুন মাইলফলকে হাসান মাহমুদ, ছুঁলেন শহীদ আফ্রিদিকে

বিপিএলে নতুন মাইলফলকে হাসান মাহমুদ, ছুঁলেন শহীদ আফ্রিদিকে

বিপিএলে বোলারদের দাপট যেন নতুন মাত্রায় পৌঁছেছে। একের পর এক দুর্দান্ত স্পেল উপহার দিচ্ছেন পেসাররা। এবার সেই তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন হাসান মাহমুদ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অবিশ্বাস্য ইকোনমিতে বোলিং করে তিনি ভাগ বসালেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির রেকর্ডে।

হাসান মাহমুদ আজকের ম্যাচে পুরো ৪ ওভার বল করে মাত্র ৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট মাত্র ১.২৫, যা বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা বোলিং ফিগার। এত কম ইকোনমি রেটে ৪ ওভার বল করে এর আগে মাত্র দুইজন সফল হয়েছিলেন—শহীদ আফ্রিদি ও নাহিদুল ইসলাম।

এর আগে বিপিএলের চলতি আসরেই শরিফুল ইসলাম সিলেটের বিপক্ষে ৩.২ ওভার বল করে ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন। তবে পুরো ৪ ওভারের স্পেল সম্পন্ন করা বোলারদের মধ্যে এখন সবার ওপরে হাসান মাহমুদ।

২০১৫ সালে বিপিএলে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের হয়ে শহীদ আফ্রিদি ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। একই রকম পারফরম্যান্স এসেছিল ২০২২ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ফরচুন বরিশালের বিপক্ষে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন হাসান মাহমুদ। শহীদ আফ্রিদি, নাহিদুল ইসলাম ও হাসান মাহমুদ—এই তিনজন এখন যৌথভাবে বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা মিতব্যয়ী বোলিং স্পেলধারী।

তবে বিপিএলে এখনো সবচেয়ে ইকোনমিক্যাল স্পেল ধরে রেখেছেন স্পিনার আরাফাত সানি। ২০১৬ সালে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ২.৪ ওভারের স্পেলে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এই রেকর্ড ছুঁতে পারেননি কেউ, তবে পেসারদের আধিপত্যের দৌড়ে এগিয়ে গেছেন হাসান মাহমুদ। বিপিএলে নিজের নাম রেকর্ড বইয়ে তোলার পাশাপাশি তিনি আবারও জাতীয় দলে নিজের দাবি আরও জোরালো করলেন।

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪