প্রকাশিত: ০৫:২১ ৩১ জানুয়ারি ২০২৫

বাদ পড়ার শঙ্কা: ব্রাজিল-১২, আর্জেন্টিনা-৫
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বংসী ৬-০ গোলের পরাজয়ে শুরুটা ভয়াবহ হয়েছিল তাদের জন্য। তবে পরপর দুই জয় কিছুটা স্বস্তি এনে দিলেও, এখনো ঝুলে আছে ফাইনাল পর্বে ওঠার ভাগ্য। শেষ ম্যাচে জয় না পেলে বিদায় নিতে হবে ব্রাজিলকে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ইকুয়েডরের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় তুলে নেয় ব্রাজিল। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবলে ৩-০ গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের চাপ সামলাতে গিয়ে বেশ বিপদে পড়েছিল তারা।
ম্যাচের ২৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোলের খাতা খোলেন ইগো। এক মিনিটের ব্যবধানে ডান দিক থেকে প্রাডোর পাস পেয়ে ডেভিড ওয়াশিংটন বল জালে জড়ান, ফলে দ্রুতই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলের নিখুঁত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াশিংটন। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল, তখন মনে হচ্ছিল ম্যাচটা তাদের জন্য সহজ হতে যাচ্ছে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি পাল্টে যায়। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান ইকুয়েডরের ফরোয়ার্ড আলাইন ওবানদো, যিনি সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে আনেন (৩-১)।
এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর, ব্রাজিলিয়ান ডিফেন্ডারের হাতে বল লাগায় রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন। কেনড্রিক পাইজ পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান আরও কমে আসে (৩-২)। শেষ মুহূর্তে ইকুয়েডর একের পর এক আক্রমণ চালালেও, ব্রাজিল রক্ষণ সামলে কোনো রকমে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে গ্রুপ 'বি'-তে তৃতীয় স্থানে রয়েছে।
তবে ফাইনাল পর্ব নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। যদি ব্রাজিল হেরে যায় এবং ইকুয়েডর আর্জেন্টিনাকে হারায়, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ইকুয়েডর পরের রাউন্ডে চলে যাবে, আর বিদায় নিতে হবে ব্রাজিলকে।
এই গ্রুপ থেকে আর্জেন্টিনা ও কলম্বিয়া ৭ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই ফাইনাল পর্ব নিশ্চিত করেছে।
প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল ফাইনাল পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে ৬টি দল একে অপরের মুখোমুখি হবে, এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১২ বার শিরোপা জিতেছে, অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৫ বার। কিন্তু এবারের আসরে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই, কারণ এটাই তাদের টিকে থাকার শেষ সুযোগ!
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪