প্রকাশিত: ১১:২১ ২ ফেব্রুয়ারি ২০২৫

দ্রুতই জাতীয় ফিরেছেন হার্ড হিটার ব্যাটার সাব্বির
একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সাব্বির রহমান। তবে সময়ের পরিক্রমায় পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এই হার্ডহিটিং ব্যাটার। অবস্থা এমন ছিল যে, গত বিপিএলে কোনো দলই তাকে দলে নেয়নি। তবে চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি নিজের সামর্থ্য তুলে ধরেছেন।
টুর্নামেন্টের শুরুতে একাদশে সুযোগ না পেলেও পরে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন দারুণভাবে। ব্যাট হাতে কার্যকরী পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিয়েছেন নিয়মিত একাদশে। ফলে ভক্তদের মধ্যে নতুন করে আশা জেগেছে— আবারও জাতীয় দলে ফিরতে পারেন সাব্বির রহমান।
শনিবার বিপিএলে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ওই ম্যাচে ২০ রান করেন সাব্বির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাব্বির বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টির প্লেয়ার। ওয়ানডেতে ৬-৭ নম্বরে খেলি, সেখানে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাই। কিন্তু টি-টোয়েন্টিতে তিন নম্বরে নামলে পুরো ২০ ওভারই খেলার সুযোগ থাকে।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যেখানে দায়িত্ব দেবে, আমি আমার পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করব। বিপিএলে ভালো খেলেছি, তবে জানি না সামনে কী হবে। তবে অনুশীলন চালিয়ে যাব। আমার পরিকল্পনা জাতীয় দলে খেলার জন্যই।’
অনেকেই মনে করেন, নিজের প্রতিভার যথাযথ ব্যবহার করতে পারেননি সাব্বির। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না যে আমার প্রতিভার অপচয় হয়েছে। যা রিজিক ছিল, সেটাই পেয়েছি। কোনো ব্যাটারই আগে থেকে বলতে পারবে না যে সে ছয়টি ছক্কা মারতে পারবে। সবাই চেষ্টাই করে, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমি ভালো খেলার চেষ্টা করেছি, কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় দল থেকে বাদ পড়েছি।’
নিজেকে আবারও জাতীয় দলের জন্য প্রস্তুত রাখছেন জানিয়ে তিনি বলেন, ‘মাঝে একটা গ্যাপ ছিল। এখন বিপিএলে খেলেছি। যদি সুযোগ আসে, আমি প্রস্তুত। এখন আমার কাজ হলো অনুশীলন করা, নিজেকে সময় দেওয়া এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করা।’
সাব্বিরের এই বক্তব্যে স্পষ্ট, তিনি আবারও জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। এখন দেখার বিষয়, নির্বাচকরা তার পারফরম্যান্স কেমনভাবে মূল্যায়ন করেন এবং আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যায় কি না এই হার্ডহিটিং ব্যাটারকে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪