Saturday, September 14, 2024
সারাদেশ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হলো

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হলো। আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের আশায় আমিন আমিন বলে মুখরিত।


রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় বেলা ১১টা ৪৩ মিনিটে।

আখেরি মোনাজাত এর জন্য রাতেই সবাই টঙ্গীর তুরাগ নদীর তীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা।

সবাই আল্লাহর কাছে ইহকাল ও পরকালের জন্য নাজাত ও শান্তি কামনা করতেছে এবং আল্লাহর কাছে অঝড়ে কান্না করে নিঃশর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করতেছে।

আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করার জন্য বাস, ট্রাক, মিনিবাস, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারে করে এসে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন।

কোথাও জানো ফাঁকা নাই শুধু মুসল্লিরাতে ভরপুর। সবাই যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজারো বাধ্যা অপেক্ষা করে পারি জমাচ্ছেন ইজতেমাতে।

আখেরি মোনাজাতে অনেক মানুষ হওয়ার জন্য রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান সর্বত্রই ছিল পূর্ণ ছুটি।

আখেরি মোনাজাতের ফজিলতের আশায় পুরুষের পাশা-পাশি নারীরাও অবস্থান করেছে পর্দার সহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *